স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আল রাজী জুয়েলের উদ্যোগে পুরো রমজানে প্রতিদিন ২’শ পরিবারের মাঝে ইফতার ও একবেলার খাবার বিতরণের ধারাবাহিকতায় রবিবার বিকেলে বগুড়া পৌর এলাকার ৬ নং ওয়ার্ডে অসহায় রোজাদারদের ঘরে ঘরে ইফতার এবং একবেলার খাবার বিতরণ করা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রলীগ নেতা ও সাবেক শাহ সুলতান কলেজ ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ বিশ^াস এবং শহর ছাত্রলীগ নেতা আসিফ শেখের যৌথ ব্যবস্থাপনায় রোজাদারদের ঘরে ঘরে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে উক্ত ইফতার ও খাবার বক্স পৌঁছে দেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক প্রবীণ আওয়ামীলীগ নেতা প্রদীপ কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি তারা, সুকুমার দাস, রতন কুমার দাস, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী শান্ত, ছাত্রলীগ কর্মী রাহুল দাস, শান্ত দাস, মুগ্ধ রায়, নিলয় প্রমুখ। করোনা দুর্যোগ মোকাবেলায় বগুড়ায় শুরু থেকে কাজ করে যাওয়া সাবেক ছাত্রনেতা এবং সেচ্ছাসেবী সংগঠন বিডিইও এর নির্বাহী পরিচালক আল রাজী জুয়েল জানান, করোনার প্রভাবে মাহে রমজানে কর্মহীন পরিবারের রোজাদার কোন ব্যক্তি যেন ইফতারে ক্ষুধার্থ না থাকে সেই লক্ষ্যে রমজানের প্রথম দিন থেকেই এলাকাভিত্তিক প্রতিদিন ২’শ পরিবারের তালিকা করে তাদের ঘরে ঘরে গিয়ে এই ইফতার ও একবেলার খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম পুরো রমজান অব্যাহত থাকবে।