সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের ত্রাণের জন্য অসহায় কর্মহীন ও প্রতিবন্ধিদের অবস্থান কর্মসূচি পালন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসহায় কর্মহীন ও প্রতিবন্ধিরা অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ রোববার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের মুল ফটকে দীর্ঘক্ষন ধরে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের অসহায় কর্মহীন ও প্রতিবন্ধিরা। পরে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসানের দেয়া প্রতিশ্রুতির ভিত্তিত্বে অবস্থান কর্মসূচি স্থগিত করে বাড়িতে চলে যায় ত্রাণ বঞ্চিত অসহায় কর্মহীন ও প্রতিবন্ধিরা। ধর্মপুর গ্রামের ত্রাণ বঞ্চিত অসহায় কর্মহীন ও প্রতিবন্ধি শরিফা বেগম ও মোসলেমা খাতুন জানান, দীর্ঘ ২ মাসেও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তাদেরকে ত্রাণ দেননি। তারা বলেন কয়েক দফা ত্রাণের জন্য চেয়ারম্যানের বাড়িতে যোগাযোগ করা হয়েছিল। ত্রাণ না পেয়ে তারা উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করে। উপজেলায় এ পর্যন্ত ২০০ মেট্রিকটন চাল ১০ লাখ ৭৫ হাজার টাকা ও শিশু খাদ্যের জন্য ১ লাখ ৯২ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, ত্রাণের পরিমান অত্যন্ত কম। সে কারণে সকলকে দেয়া সম্ভব হচ্ছে না। উপজেলা নিবার্হী অফিসার জানান, ত্রাণ বঞ্চিত অসহায় কর্মহীন ও প্রতিবন্ধিদের নামের তালিকা নেয়া হয়েছে। তাদের বাড়িতে ত্রাণ পৌচ্ছে দেয়া হবে। তিনি বলেন,  ত্রাণ বঞ্চিত কর্মহীনরা জানিয়েছেন চেয়ারম্যান তাদেরকে ত্রাণ দেননি।