করোনায় আক্রান্ত ডাক্তার বিশ্বেশ্বর বাড়িতে অবস্থান এলাকা লকডাউন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র সরকার নিজ বাড়িতে আইসোলুসনে রয়েছেন। সে কারণে উপজেলার পশ্চিম শিবরাম গ্রাম লকডাউন করা হয়েছে। আজ রোববার উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন তার সংস্পর্শে আসা ডাক্তার ও নার্সদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রির্পোটের ভিত্তিত্বে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ডাক্তার বিশ্বেশ্বর গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে কর্মরত। গতকাল শনিবার আইইডিসিআর হতে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেছে তার শরীরে কোভিড-১৯ পজেটিভ। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র সরকার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নর পশ্চিম শিবরাম গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে। জানা গেছে গত ২৫ এপ্রিল তিনি নিজে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা পরীক্ষার জন্য স্য্যামপল দিয়ে গেছেন। চলতি বছরের ফেব্রয়ারী মাসে ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র সরকার গাইবান্ধা সদর হাসপাতালে যোগদান করেন। এর আগে তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।