স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবি ও পাবনা জেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা সদস্য এ্যাড.রবিউল আলম বুদু করোনা দূর্যোগ মোকাবেলায় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে চতুর্থবারের মত আরও এক হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেছেন। রবিবার সকালে ঈশ্বরদীর মিরকামারী কেন্দ্রিয় ঈদগাহ ও হাইস্কুল মাঠে খাদ্য বিতরণীর উদ্বোধন করেন, জাতীয় সাংবাদিক সোসাইটি ও ঈশ^রদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না। এ সময় মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি সরদারের সভাপতিত্বে ঈশ^রদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এএ আজাদ হান্নান,শ্রমিক নেতা উজ্জল সরদার, মিলন সরদার, জাতীয় সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ জোয়ার্দার বিপুল,ফিরোজুল ইসলাম ভিপি জুয়েল,সেলিম মন্ডল ও আব্দুল্লাহ আল মামুর,নুর আলম,একরাম হোসেন,সবুজ হোসেন,নাজমুল বিশ^াস,মুকুল সরদার,মজিবর রহমান,অনিক,শান্ত,সজিব,ফিরোজ হোসেন বাঁকি,ডলারসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ্যাড.রবিউল আলম বুদু বলেন,করোনা যুদ্ধে আমাদের অভিভাবক বিশ^ মানবতার মাতা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে ধারাবাহিক ভাবে খাদ্য পণ্য বিতরণ অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সলিমপুর ইউনিয়নে কর্মহীন মানুষের মধ্যে সামান্য উপহার তুলে দেওয়া হলো। এর আগে গত মঙ্গলবার রাতে ছলিমপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পরা ৩৯ টি পরিবারের মধ্যে বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এবং গত শনিবার পাঁচশ পরিবারের জন্য খাদ্য সামগ্রী ঈশ^রদী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করা হয়েছে। এর পরেও গত রবিবার সকালে সাহাপুর ইউনিয়ন এর সাত’শ পরিবারের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এডভোকেট রবিউল আলম বুদ আরও জানান,পর্যায়ক্রমে আটঘরিয়াসহ সব ইউনিয়ন ও পৌর এলাকায় খাদ্য বিতরণ করা হবে।