হুমায়ূন আহমেদের ‘দখিন হাওয়ায়’ আগুন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাড়ি ‘দখিন হাওয়ায়’ আগুন লাগার খবর পাওয়া গেছে। রবিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বাসায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রয়াত এই লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন সংবাদমাধ্যমকে জানান, সকালে ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। সিঁড়িতে ধোঁয়া থাকায় নিচে নামতে পারছিলেন না। তাই তারা ছাদে উঠে যান। এখন নিরাপদে আছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই আগুন নিভে যায়। ভবনের ষষ্ঠ তলায় থাকেন শাওন।