নাটোরে বাল্যবিয়ে বন্ধ

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলা বনবেলঘরিয়া এলাকায় প্রশাসনের হন্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। আজ শনিবার দুপুরে নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিয়ে বন্ধ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান। সদর উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসান জানান, বনবেলঘড়িয়া এলাকার আব্দুর রাজ্জাক তার মেয়ের বিয়ের বয়স না হওয়া সত্বেও বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। পরিবারের অন্যদের অমতে উন্মাদ এক ছেলের সাথে বিয়ে দিচ্ছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তিনি। তার আগেই মেয়ের বাবাসহ বিয়ের আয়োজকরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে তার মায়ের জিম্মায় দেয়া হয়। বাল্যবিয়ে যাতে না হয় সেজন্য এলাকার গণমান্য ব্যক্তিদের উদ্যোগ নেবার আহবান জানানো হয়।