স্টাফ রিপোর্টার: বগুড়া চেলোপাড়ায় করোনা আক্রান্ত রোগী ফুলচান এর পরিবারসহ আক্রান্তের সংস্পর্শে আসা দুটি পরিবারে সপ্তাহব্যাপী খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি সমাজসেবক পরিমল প্রসাদ রাজ। শনিবার দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার এর ব্যবস্থাপনায় তাদের বাড়িতে খাদ্যসংকটের কথা শুনেই করোনা মোকাবেলায় বগুড়ায় শুরু থেকে মাঠে থাকা মানবিক যোদ্ধা পরিমল প্রসাদ রাজ নিজে গিয়ে তাদের কে খাদ্যসামগ্রী দিয়ে আসেন। এসময় উপস্থিত ছিলেন নববৃন্দাবন হরিবাসর মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমর দাস এবং পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক লব প্রসাদ জয়সোয়াল। খাদ্যসামগ্রীস্বরুপ প্রতিটি পরিবারের জন্য সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হয় ৫ কেজি চাল, ডাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, পেঁয়াজ সহ অন্যান্য খাদ্যসামগ্রী। বেশকিছু দিন আগে চেলোপাড়ায় ঢাকা ফেরত ফুলচান এর কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর থেকেই তার সংস্পর্শে আসা দুটি পরিবার হোমকোয়ারেন্টাইনে আছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক সুজিত তালুকদার জানান, যে সংগঠনের সভাপতি পরিমল প্রসাদ রাজের প্রতিশ্রুতি অনুযায়ী ধর্ম, বর্ণ, নির্বিশেষে লকডাউনে থাকা অসহায় এবং খাদ্যসংকটে থাকা পরিবারের মাঝে মানবিক এই সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। সেই সাথে দেশের এই ক্রান্তিকালে ভেদাভেদ ভুলে সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে সর্বদা সৃষ্টিকর্তার কাছে দেশ ও দশের মঙ্গল কামনার লক্ষ্যে দোয়া বা প্রার্থনা করারও অনুরোধ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।