নাটোর প্রতিনিধি
নাটোরে ভ্রাম্যমান আদালতের বিচারক ১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩লাখ ৬ হাজার টাকা জরিমানা করেছেন।গণজমায়েত, সঙ্গত কারণ ছাড়া চলাচল ও সন্ধ্যা ৬ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং পণ্য মজুদও অবৈধ পুকুর খননের জন্য গত তিনদিনে এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সুত্র জানায়, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে জেলা প্রশাসন সোম মঙ্গল ওবুধবার তিনদিনে ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ৪৫ টি ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় গণজমায়েত, সঙ্গত কারণ ছাড়া চলাচল ও সন্ধ্যা ৬ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৯৬ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে অবৈধ ভাবে পণ্য মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে লালপুর, গুরুদাসপুর ও সিংড়ায় কৃষি জমিতে পুকুর কাটার অপরাধে ৩ জনকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে বিভিন্ন স্থানে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরীব দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ নাটোরে করোনা ভাইরাস রোগী সনাক্ত হওয়ায় সকলকে যথাসম্ভব ঘরে থেকে স্বাস্থ্য বিধি মানা এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ জানান।