মামলা নয় ,জরিমানা নয় শর্ত একটাই কাটা পুকুর ভরাট

নাটোর প্রতিনিধি
নাটোরে ফসলি জমিতে অবৈধ পুকুর কাটার বিষয়ে সহকারী কমিশনার ভেূমি)আবু হাসানের নিয়মিত মামলা করতে বলায় কাটা পুকুর পুনরায় ভরাট করে দিলেন জমির মালিক। মামলা থেকে বাঁচতেই তিনি কাটা অংশগুলি ভরাট করে দেন।
সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান জানান, গত তিন দিন আগে দিঘাপতিয়া ইউনিয়ন এর ডাংগাপাড়ার কাছে বিলের মধ্যে ফসলি জমিতে বড় একটি পুকুর খনন করছিলেন স্থানীয় কামরুল ও সেকেন্দার হাজী। খবর পেয়ে সেখানে গেলে সকল মাটি কাটার শ্রমিক পালিয়ে যায়। পরে আবু হাসান উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে ইউনিয়ন ভূমি সহকারীকে নিয়মিত মামলা দায়ের এর জন্য নির্দেশ প্রদান করেন। নিয়মিত মামলার খবর পেয়ে পরদিন পুকুর খননকারী এসে সহকারী কমিশনারের ( ভূমি) সাথে দেখা করেন। এসময় হকারী কমিমিনারের ( ভূমি) পুকুর ভরাট করলে
মামলা হবেনা বলে আশ্বস্ত করেন। পরে মামলা থেকে বাঁচতে বাধ্য হয়ে কামরুল ও সেকেন্দার হাজী কাটা পুকুর শ্রমিক লাগিয়ে ভরাট করে দেন। আবু হাসান জানান, কোন জরিমানা নাই, মামলা নাই, ভালো লাগা এটুকুই আপনারই জমিতে আগের মত আবারও ফসল হবে আপনার জন্যই।