সুন্দরগঞ্জে করোনা পরিস্থিতি নিয়ে দায়িত্বপ্রাপ্ত সচিবের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

 করোনা পরিস্থিতি নিয়ে গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নুর উর রহমানের সাথে  সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। সভায় ডাক্তার আশরাফুজ্জামান জানান,  উপজেলায় একজন মাত্র নারী করোনায় আক্রান্ত হয়েছিল। প্রাতিষ্ঠানিক আইসোলুসন সেন্টারে রেখে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। এ পর্যন্ত  শতাধিক নমুনা পরীক্ষা করা হয়েছে। দিন রাত নিরালস পরিশ্রম করে ডাক্তার ও নার্সগণ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ভবিষতের জন্য সুন্দরগঞ্জ মহিলা কলেজের ভবনটিকে আইসোলুসন সেন্টার হিসেবে প্রস্তুত করা হচ্ছে। অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে পুলিশ সদস্যদের কঠোর হতে হচ্ছে। সবকিছু বিবেচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। উপজেলা নিবার্হী অফিসার জানান, উপজেলায় ১৭০ মেট্রিক টন চাল, ৮ লাখ ৭৫ হাজার টাকা, শিশু খাদ্যের জন্য ১ লাখ ৯২ হাজার টাকা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া পৌরসভায় ৩৮ মেট্রিক টন চাল ও ১ লাখ ২০ হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সচিব নুর উর রহমান নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ডাক্তারসহ উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি ত্রাণ বিতরণের সার্বিক খোজ খবর নেন। করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য আন্তরিকতার সহিত সমন্বয় করে সকলকে কাজ করার আহবান জানান।