যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট দলের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন হোয়াইট হাউস দৌড়ে জো বাইডেনকে সমর্থন দিয়েছেন। হিলারি তাকে সমর্থন জানিয়ে বলেন, বর্তমান করোনা সংকটকালে যুক্তরাষ্ট্রের জন্যে যে ধরণের নেতা দরকার জো বাইডেন তেমনি একজন।
মঙ্গলবার সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনের সাথে লাইভ ভিডিও কনফারেন্সে হিলারি আরো বলেন, আমাদের প্রেসিডেন্ট হওয়ার জন্যে অন্য অনেকের সমর্থনের সঙ্গে আমি আমাকেও যুক্ত করতে চাই।
সাবেক ফাস্ট লেডী ও পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, এ মুহূর্তে আমাদের জো বাইডেনের মতো নেতা ও প্রেসিডেন্ট দরকার।
নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে ডেমোক্রেট দল থেকে লড়বেন জো বাইডেন। তবে দলীয় কনভেনশনের আগে তিনি আনুষ্ঠানিক মনোনয়ন পাচ্ছেন না।
করোনা ভাইরাসের কারণে দলীয় কনভেনশন আগস্টে পিছিয়ে দেয়া হয়েছে। ইতোমধ্যে বাইডেনকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সমর্থন জানিয়েছেন।