করোনা পরিস্থিতি নিয়ে লকডাউনের কারণে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক হারে জুয়া, মাদক ও ছিনতাইকারীর প্রবনতা বেড়ে গেছে। দীর্ঘ দেড় মাস ধরে কাজ না থাকায় অনেকে জুয়ার আসর বসিয়ে অলস সময় পার করছে। অনেকে কর্মহীন হয়ে পড়ায় সংসার চালানোর দ্বায়ে ছিনতাইয়ের পথ বেঁচে নিয়েছে। অপরদিকে মাদক ব্যবসায়ীরা লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন পথে মাদক নিয়ে এসে সেবনকারীদের বাসায় পৌঁছে দিচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে ফিরে এবং একাধিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার বামনডাঙ্গা জনতা ব্যাংক লিমিটেড শাখার সামন থেকে তিন জন বয়স্ক ভাতাভোগীর টাকা ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞতানামা যুবক। এদিকে উপজেলার বেলকা চরের শামীম মিয়া জানান, সারাদিন উপজেলার রামডাকুয়া, মহিষবান্দি, শ্যামরার পাড়, বেলকা আশ্রয় কেন্দ্র, বেলকা ডিগ্রী কলেজ মাঠে জমজমাট জুয়ার আসর চলছে। একটি সুত্রে জানা গেছে, পাচঁপীর বাজার সংলগ্ন হরিপুর খেয়াঘাট দিয়ে প্রতিদিন রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য পাচার করছে। করোনা নিয়ে লকডাউনের কারণে সামাজিক দুরত্ব রক্ষার পুলিশ সদস্যরা ব্যস্ত থাকায় আসাধু ব্যক্তিরা জুয়া, মাদক ও ছিনতাইয়ের কাজে জড়িয়ে পড়েছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, বামনডাঙ্গার ছিনতাইয়ের ব্যাপারে পুলিশ তৎপর এবং ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দুরত্ব রক্ষার কাজে পুলিশ ব্যস্ত থাকা জুয়াড়িরা আসর জমিয়েছে। ইতিমধ্যে বেলকা চরে অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ চলে আসলে আবার আসর জমায় জুয়াড়িরা।