ঝুঁকি নিয়েও জনগণের মাঝে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ, ওএমএসের কার্যক্রম তদারকি সহ নানা কাজে ব্যস্ত থাকছেন। মঙ্গলবার সকালে শুরু করেছেন ওএমএসের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি।নাটোর শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ,ডোমপাড়া মাঠ, এবং এন এস সরকারি কলেজ মাঠে নাটোর পৌরসভার ২নং, ৩নং, ৪নং,৭ নং এবং ৯নং,ওয়ার্ডের ওএমএস এর ১০টাকা কেজি চাউলের কার্ডধারী দু:স্থ ও দরিদ্র ব্যাক্তিদের মাঝে চাউল বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন ও ও তদারকি করছেন। তার এইভাবে করোনা ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, জনপ্রতিনিধি হয়ে করোনার ভয়ে তো ঘরে বসে থাকা যাবে না।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ এবং এর প্রতিটি অঙ্গ সংগঠনের কর্মী বৃন্দ মাঠে রয়েছে। এই সময়ে সকলকে সঙ্গে নিয়েই করোনা ভাইরাস সংক্রমণ রোধে কাজ চালিয়ে যেতে হবে।