নওগাঁয় বেসরকারী সংগঠন দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ৪শ পরিবারের মধ্যে ত্রানসামগ্রী বিতরন করেছে

করোনা ভাইরাসের কারনে সারাদেশের মত নওগাঁ জেলাতেও বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়ে অভাব অনটনে দুর্বিসহ জীবনযাপন করছেন। সরকারী সহযোগিতার পাশাপাশি স্থানীয় বিভিন্ন বেসরকারী উন্নয়ন এবং সামাজিক সংগঠন ত্রান সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় স্থানীয় বেসরকরাী উন্নয়ন সংগঠন “দাবী মৌলিক উন্নয়ন সংস্থা” ৪শ পরিবারের প্রত্যেক পরিবারে ১ কেজি করে ছোলা, ১ কেজি করে মুড়ি, ১ কেজি করে আতপচাল, ১ কেজি করে খেজুর, ১ কেজি করে চিনি, ১ প্যাকেট করে সেমাই, ১টি করে লুঙ্গি এবং ১টি করে গামছা বিতরন করেছে।

সদর উপজেলার উলিপুরগ্রামে উলিপুর শাখার ব্যবস্থাপনায় এসব বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ।

দাবী’র নির্বাহী পরিচালক আশরাফুন নাহার সীমার সভাপতিত্বে আয়োজিত ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাবী’র নির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক মোঃ কায়েস উদ্দিন ও আশরাফুল ইসলাম মাষ্টার। এ সময় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।