বিশ্বনাথে আদার দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন

সম্প্রতি মসলাজাত দ্রব্যের মধ্যে সব চেয়ে বেশি দাম বেড়েছে আদা’র। গেল ক’দিনে ১৪০ টাকা কেজির আদা, দাম বেড়ে দাড়িয়েছে ৩৫০-৪০০ টাকা পর্যন্ত। আদা’র দাম নিয়ন্ত্রণে সিলেটের বিশ্বনাথ উপজেলার ব্যবসায়ীদের ১৪০ টাকা কেজি দরে আদা বিক্রির নির্দেশনা দিয়েছে প্রশাসন। এর’চে বেশী দরে বিক্রি করলে, দেয়া হয় কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও। গতকাল শনিবার বিকেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ব্যবসায়ীদের এ হুশিয়ার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। পাশপাশি অতিরিক্ত দরে আদা না কিনতে ক্রেতা সাধারণকেও আহবান জানান তিনি।এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, পর্যাপ্ত পরিমান আদা’র মজুদ রয়েছে। কোন নিত্যপণ্যই অধিক মুল্যে বিক্রির সুযোগ নেই।