খালেদ আহমেদ, পাবনা
আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সদ্য দায়িত্বপ্রাপ্ত পাবনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. গোলাম সরওয়ার খান জুয়েলকে ফুলের শুভেচ্ছা দিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির।
আজ সোমবার ১৭ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরের পিপি অফিসে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় কবির জুয়েলের কাছে ক্ষমতা ও বিত্তবানরা অন্যায় ভাবে সাধারণ মানুষকে যেন হয়রানি করতে না পারে। আইলি জটিলতায় পড়ে গরিব মানুষ যেন সর্বস্ব না হারায়।
সাধারণ মানুষ কোনো অপরাধের শিকার হলে বা মামলা করতে চাইলে তাদের আইনি পরামর্শ দেয়া।
পুলিশের কাছে অভিযোগ (FIR) দায়েরের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা।
যদি কেউ কোনো মামলায় সাক্ষী হন, তবে তিনি কীভাবে সাক্ষ্য দেবেন এবং আইনি সুরক্ষা পাবেন সে সম্পর্কে গাইডলাইন দেয়া।
নির্যাতিত, নিপীড়িত বা নিরপরাধ কেউ আইনি হয়রানির শিকার হলে তাকে সঠিক আইনগত সহায়তা প্রদান করা।
যেসব মানুষ সরকারি আইনি সহায়তা পাওয়ার যোগ্য, তাদের এ বিষয়ে সচেতন করা এবং বিনামূল্যে আইনগত সহায়তার ব্যবস্থা করতে সাহায্য করাসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের নেতা কর্মী ঠিকাদার মারুফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জু আহমেদ এবং রড ও সিমেন্ট ব্যবসায়ী মোঃ রহিম, কমল চৌধুরী, জেলা যুবদল কর্মী পারভেজ পান্নু, কামরুল ইসলাম মিলন, শিবনাথ দাস, মোঃ সেলিম, ওমর ফারুক, নজরুল ইসলাম, জেলা পরিবহন শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সুমন, গণঅধিকার পরিষদ(জিওপি) পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নবীর উদ্দিন, সদর উপজেলা কর্মী রেজাউল কবীর, বাংলাদেশ যুুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসাইন, সাবেক সভাপতি নুর হোসেন নিয়ন, কার্যকরি সদস্য আলামিন, সদর উপজেলা যুব নেতা হযরত আলী এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পাবনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।
পরে পাবনা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সভাপতি হাসান আলী জুয়েলকে ফুলের শুভেচ্ছা দেন।
উল্লেখ্য এড. গোলাম সরওয়ার খান জুয়েল গত বছরের ১৭ নভেম্বর পাবনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসাবে প্রথম কাজে যোগদান করেন।