নাটোর প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নেতা নির্বাচন করছে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ ছাত্রদল। গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনে অংশ নিচ্ছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী মিলে সর্বমোট জন।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট টেবিলে দলের নেতাকর্মীরা বসে টোকেন বিতরণ করছেন ভোটারদের মাঝে। ভোটাররা নাম বলে সংগ্রহ করছেন সেসব টোকেন। কলেজের মুক্তমঞ্চের পাশেই স্থাপন করা হয়েছে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বুথ।স্বতঃস্ফূর্তভাবে লাইন ধরে ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছিলেন শতাধিক শিক্ষার্থী।তাঁদের ভোটার নম্বর খুঁজে পেতে সহযোগিতা করছেন প্রার্থীদের প্রতিনিধিরা। সবাই নতুন ভোটার এবং প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করায় বেশ আনন্দিত। সবার মধ্যে ছিল ভোট দেওয়ার আনন্দ। সেখানে তদারকি করছেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম , সাধারণ স¤পাদক মারুফ ইসলাম সৃজন।ভোট গ্রহণ শেষে বিকেল ২ টার দিকে ফল ঘোষণা করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে কলেজে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি নিজাম উদ্দীন । তিনি শহীদ জিয়াউর রহমান অডিটেরিয়াম প্রাঙ্গণে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন।
নেতা নির্বাচনের এই প্রক্রিয়া স¤পর্কে নিজাম উদ্দীন বলেন,’দলে আগেও ভোট হয়েছে। তবে সেসময় স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ছিল না। একটি অগণতান্ত্রিক সরকার ছিল। গণঅভ্যুত্থানের পর আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে। নাটোর এন এস সরকারি কলেজ দিয়ে এই পর্বে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নেতা নির্বাচন শুরু হলো। সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবে। তারাই নির্ধারণ করবে তাদের নেতা কেমন হবে।'” দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত হলে আমরা তৃণমূল থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে দলের মধ্যে গণতন্ত্র চর্চা নিশ্চিত করব।”
কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন হিসাব বিঞ্জান বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী এস এম আল জুবায়ের ও বিবিএস পাসকোর্সের এজাজ আহম্মেদ পরাগ এবং রাষ্ট্রবিঞ্জান তৃতীয় বর্ষের শিক্ষার্থী স¤্রাট হাসান রাবব্বী ।
দুজনেই বলছেন ভোটের ফলাফল যাই হোক পর¯পরকে সহযোগিতা অব্যাহত রাখবেন। দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ভোটে যদি জয়ী হই, তাহলে তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।
সাধারণ স¤পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন তিনজন। তারা হলেন, মীর হাসান মোহাম্মদ সাদ্দাম হোসেন, হৃদয় হোসেন অনিক, সোহেল রানা রাজিব, মাহমুদুল হোসেন মিথেল ।
বিকাল তিনটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাত্রদল সহ সভাপতি । এস এম আল জুবায়ের ২৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো ও ১৯১ ভোট পেয়ে সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন মীর হাসান মোহাম্মদ সাদ্দাম হোসেন ।
ভোটার শিক্ষার্থীরা বলেন, তাঁদের জীবনের প্রথম ভোট এটা। এর আগে কখনো তাঁরা ভোট দেননি। আগে দেখেছেন, নেতার পেছনে একজন দৌড়াদোড়ি করছেন, তখন তিনি পদ পেয়ে যাচ্ছেন। এবার সাধারণ শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন।
সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ২৩ বছর বয়স হলেও কোথাও ভোট দিতে পারিনি। জাতীয় নির্বাচনে তো ভোট দেওয়ার চান্সই নেই। কারণ, স্বৈরাচার হাসিনার জন্য ভোট দিতে পারিনি। কেন্দ্রে গেলে ভোট হয়ে গেছে কিংবা সামনে ভোট দিতে হবে বলে। তাই নিজের মতো করে ভোট দেওয়ার অপশন পাইনি। আমার নিজের কলেজে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি। এটা আমার কাছে ভালো লাগছে।
