থেমে নেই তারা!

নাটোর প্রতিনিধি.
চলনবিলের মাঠ। কৃষকের সোনালী সপ্ন ধান চলনবিলের মাঠজুড়ে দোল খাচ্ছে। ধান কাটার জন্য বিভিন্ন এলাকা থেকে এসেছে শ্রমিক। সার্বিক নিরাপত্তা দিয়েই তাদের মাঠে পাঠিয়েছে উপজেলা প্রশাসন। তবে থেমে নেই স্বেচ্ছাসেবক টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের তত্ত্বাবধায়নে ৪৫ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করে যাচ্ছে প্রতিদিন।
কৃষকের ক্লান্তি দুর করতে এবং তাদের উৎসাহিত করতে নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন নিয়েছেন ব্যতিক্রমী নানা উদ্যোগ। ইউএনও’র নির্দেশনায় প্রতিদিন মাঠে গিয়ে তাদের মাঝে খাবার স্যালাইন, লেবু, বিস্কুট, মুড়িসহ শুকনো খাবার বিতরণ করছেন তারা।
শনিবার বিকেলে উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই মাঠে গিয়ে বিভিন্ন জায়গা থেকে আসা কৃষকদের বাসস্থানের ব্যবস্থা করেছেন ইউএনও। কৃষকদের থাকার জন্য একটি করে ক¤িপলিট বেডও প্রদান করা হয়।