দিনাজপুরে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে ক্ষতিগ্রস্থ অসহায় ও গরীব মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর সরকারি কলেজ (দিসক) ইউনিট। এসময় কলেজ ইউনিটের জরুরী ত্রাণ সহায়তার আওতায় মোট ১শ ৯০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৪ এপ্রিল সকালে দিনাজপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ত্রান বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন।
আয়োজকবৃন্দ জানান, রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারি কলেজ ইউনিটের জরুরী ত্রাণ সহায়তার আওতায় ১শ ৯০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এদের মধ্যে ১শ ১০টি তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী ও ৮০টি জরিপকৃত অসহায় ও দুস্থ পরিবার। এসময় প্রত্যেককে ৫ কেজি চাল, আধা কেজি মুশুর ডাল, আধা কেজি বুটের ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, আধা কেজি সুজি, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১টি কাপড় কাঁচা সাবান ও ১টি গায়ে মাখা সাবান দেয়া হয়।
ত্রাণ বিরতনের পূর্বে প্রত্যেকে হাত ধুয়ে নেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বজলুল হক ও ইউনিট লেভেল কর্মকর্তা মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন। ত্রাণ বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন কলেজ ইউনিটের ভারপ্রাপ্ত অধ্যাপক শেখ মাহতাবুল হক (মুকুট স্যার)।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ইউনিটের দলনেতা বিশাল কুমার গুপ্ত’র নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক আরিফ সারেয়ার, রেজাউল ইসলাম, সাবিকুর রহমান, মো. সোহানুর রহমান, মো. আঞ্জুমান অকতার হিরা, আবু সায়েম শুভ প্রমুখ।