করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের হুপিরপাড় গ্রামের আলহাজ্ব বশির মিয়ার সন্তান প্রবাসী মোহাম্মদ হরুপ মিয়া ও লিটন মিয়ার বাড়িতে ‘আলহাজ্ব বশির মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ্ব সোলেমান আলী, মরহুম আলহাজ্ব এখলাছুর রহমান, মরহুম মর্তুজা মিয়া, মরহুম মস্তফা মিয়া, মরহুম খুর্শেদ মিয়া’র পরিবারের পক্ষ থেকে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।প্রবাসীদের ছোট ভাই নাইমুল ইসলাম লিলুর তত্ত্ববধানে ও গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় করোনার সংকটময় মুহুর্তে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৩ কেজি ছানা, ৫ কেজি পিয়াজ, ৫ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ২টি সাবানসহ মরিচ, ধনিয়া, হলুদের গুড়া।এব্যাপারে পরিবারের পক্ষ থেকে বলা হয় সংকটময় এই মুহুর্তে মানুষের পাশে দাঁড়ানো ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পরিবারের পক্ষ থেকে ওই উদ্যোগ গ্রহন করা হয়েছে। পরিবারে সবাই যাতে অতিথেরন্যায় ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন সেজন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।