কামরুল হাসান, টাঙ্গাইল পতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান সিদ্দিকী লিটনের সাথে কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কালিহাতী প্রেসক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, কিতাব আলী স্মৃতি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ওয়ারেছুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান , এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন প্রমুখ।
মতবিনিময়কালে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, রাজনৈতিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকতার স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় একসঙ্গে কাজ করার মতামত ব্যক্ত করেন। এছাড়াও, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখার বিষয়েও আলোচনা হয়।