করোনা প্রতিরোধে ক্রেতাদের ঘরে বসে কাঁচা পন্য ক্রয়ের সুবিধার্থে ভ্রাম্যমান সবজি বাজার চালু করেছে পাবনা পৌরসভা।২১ এপ্রিল সকালে পৌরসভা চত্বরে এ বাজারের উদ্বোধন করেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু।পাবনার ভ্রাম্যমান একশ সবজী বিক্রেতাকে একটি করে সাইনবোর্ড, আইডি কার্ড এবং পিপিই সহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দেয়া হয়।তারা প্রতিটি ওয়ার্ডে তাদের জন্য নিধঅরিত পাড়া মহলায় গিয়ে বাড়ি বাড়ি ন্যায্যমুল্যে তরি তরকারীসহ কাঁচা পন্য বিক্রি করবেন। পৌর মেয়র জানান, শুধু কাঁচা পন্যই নয় সব নিত্য প্রয়োজনীয় পন্যই হোম ডেলিভারি সার্ভিস চালুরও চিন্তা ভাবনা করছে পৌরসভা।