বেড়ায় জমে উঠেছে বণিক সমিতির নির্বাচন

ওসমান গণি, বেড়া, পাবনা ঃ
জমে উঠেছে বেড়া উপজেলার ঐতিহ্যবাহী নাকালিয়া হাট-বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দিন-রাত ছুঁটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ইতোমধ্যে প্রার্থীদের ছবি সংবলিত পোস্টার-ব্যানারে ছেঁয়ে গেছে বাজার এলাকাসহ আশ-পাশের বিভিন্ন সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাকালিয়া হাট-বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে
প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন। তারা হলেন, আলহাজ মিজানুর রহমান প্রামানিক প্রতীক বটগাছ, মো. মোজাফ্ফর হোসেন প্রতীক চেয়ার, সহ-সহভাপতি পদে মো. আব্দুল হক প্রতীক তালাচাবি, মো. আ. হামিদ প্রামানিক প্রতীক বাইসাইকেল, সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মিজানুর রহমান শাকিল প্রতীক মোরগ, শহিদুল ইসলাম সরদার প্রতীক ছাতা, সদস্য পদে প্রার্থী হয়েছেন সনৎ দাস প্রতীক মই, মিজানুর রহমান মিজান প্রতীক গোলাপ ফুল, আ. রউফ মোল্লা প্রতীক মাইক, কুতুব প্রামানিক প্রতীক দেওয়াল ঘড়ি, আব্দুর রউফ প্রামানিক প্রতীক দোয়েল পাখি, মো. রওশন আলী প্রতীক হাতপাখা, রফিকুল ইসলাম আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন