সুন্দরগঞ্জে কৃষকের উৎপাদিত মরিচ ক্রয় করলেন উপজেলা প্রশাসন

 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ত্রাণ সামগ্রীর উপকরণ হিসেবে কৃষকের নিকট থেকে সরাসরি উৎপাদিত মরিচ ক্রয় করছে উপজেলা প্রশাসন। এতে করে কৃষকের উৎপাদিত মরিচ যেমন বিক্রি করতে পারছে, অপরদিকে ত্রাণ সামগ্রীর উপকরণে মরিচ যোগ হচ্ছে। আজ শনিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে কৃষকের নিকট থেকে সরাসরি মরিচ ক্রয় করেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমূখ। উপজেলার রামডাকুয়া গ্রামের মাইদুল ইসলাম, ভূড়াভায়াখাঁ গ্রামের হাবিবুর রহমান, ধুমাইটারী গ্রামের শাহীন মিয়া ও রহমতের চরের রাজা মিয়ার নিকট থেকে ১০ মন মরিচ ২৪০ টাকা দরে ক্রয় করেন প্রশাসন। প্রশাসনের নিকট মরিচ বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৫০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। করোনা পরিস্থিতির কারণে কৃষকরা উৎপাদিত মরিচ নিয়ে বিপাকে পড়েছে। সে দিক বিবেচনা করে ত্রাণ সামগ্রীর উপকরণ হিসেবে মরিচ ক্রয় করা হচ্ছে।