এস এম আলম:: করোনা প্রতিরোধে ক্রেতাদের ঘরে বসে কাঁচা পন্য ক্রয়ের সুবিধার্থে ভ্রাম্যমান সবজি বাজার চালুর উদ্যোগ নিয়েছে পাবনা পৌরসভা। দুপুরে এ ব্যাপারে পৌরসভা চত্বরে শহরের বড় বাজারসহ বিভিন্ন হাট বাজারের তরি তরকারী বিক্রেতাদের সাথে প্রস্তুতি সভা করেন পৌর মেয়র কামরুল হাসান মিন্টু। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের আওতায় পৌরসভার ব্যানারসহ রিক্সা ভ্যানে তরি তরকারীর পসড়া সাজিয়ে সবজী বিক্রেতারা বিভিন্ন মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে নায্য মুল্যে সবজি বিক্রি করবেন।