করুণা

প্রভু হে তুমি সৃষ্টি করেছ মোদের
সৃষ্টির শ্রেষ্ঠ করে
কতই না দিয়েছো নেয়ামত তুমি
ভোগ করছি জীবন ভরে।
রোদ বৃষ্টি আলো বাতাস পানি
সবই মোদের কল্যাণে
ফুল ফল পশু পাখি কত
যত কিছু এ ভুবনে।
প্রভু তুমি অতীব যতন করে
করেছ মোদের সৃষ্টি
আমরা মানুষ করুণা চাই
চাই যে সদয় দৃষ্টি।
আমরা তোমার নাফরমান
করেছি অনেক পাপ
তাই বলে কি তুমি মোদের
করবে নাকো মাপ।
আমরা পাপী বান্দা তোমার
চাই যে ক্ষমা তোমার কাছে
ক্ষমা করে দাও হে রহিম
যতই পাপ আছে।
মানুষের প্রতি নাখোশ যে তুমি
দিয়েছ অদৃশ্য গজব
ভুল করেছি তোমারই কাছে
আমরা লোভী মানব।
হাত জোর করে ক্ষমা চাই
প্রভু হে দয়াময়
ক্ষমা করে দাও মানব জাতির
দাও ফিরিয়ে সুসময়।
ভুল করেছি সত্য ছেরেছি
সবাই আমরা অপরাধী
সব বিপদেই মুক্ত কর
ক্ষমাশীল তুমি নিরবধি।
হিংসা বিদ্বেষ ভরে গেছে আজ
স্বার্থ হয়েছে মূল
জেনে শুনে আজ তোমার কাছে
কত যে করেছি ভুল।
ভুলের পাহাড় গড়ছি সদাই
আমরা তো অপরাধী
অপরাধ থেকে পাবো নাতো পার
মাফ না কর যদি।
হে রহিম দয়াময় প্রভু তুমি
তোমাতে চাই ক্ষমা
শেষ বিচার দিনে যেন মোদের
অপরাধ রেখোনা জমা।