করোনা সংক্রমনে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির জন্য ভূমি দিলেন জে পি এল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সজীব

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ দেশে করোনা মহামারী সংক্রমনে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে সেই মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য মৌলভীবাজার (জমির তফশীল : প্লট নং -৭৯, রোড নং-৭, ক্লক- এ, হাউজিং এস্টেট) ভূমি দান করলেন জে পি এল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সজিব। ঢাকা- মৌলভীবাজার মহাসড়ক সংলগ্ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত হাউজিং স্টেট প্রকল্পে তিনি ৫ পাঁচ কাটা জমির উপর এ প্লট ক্রয় করেন। সজীব তার নিজ ফেসবুক আইডিতে লিখেন- সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে করোনা মহামারী সংক্রমণে আক্রান্ত হয়ে যে সমস্ত ভাই ও বোনেরা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে অনেককেই সামাজিক কবরস্থানে দাফন করা সম্ভব হচ্ছে না। অনেক সময় স্থানীয় জনগণ বিষয় টিকে স্বাভাবিক ভাবেও মেনে নিচ্ছেন না। সেইসব মৃত ব্যক্তি ভাই ও বোনদের লাশ দাফনের জন্য আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। দেশের বর্তমান এই মহামারী পরিস্থিতিতে যারা করুন মৃত্যুবরণ করেছেন, দাফনের জায়গা পাচ্ছেন না, শুধুমাত্র তাদের লাশ গুলো দাফনের জন্য আমি আমার এই জমিটুকু উৎসর্গ করলাম। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দাফন-কাপন এর এই মহান কাজটি করে যাচ্ছেন, আপনাদের প্রতি, আমার বিনীত আহ্বান দেশের এই করুন পরিস্থিতিতে আপনাদের সাথে আমাকেও একটু সেবা প্রদান করার সুযোগ করে দিলে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব।