নাটোর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে খাবার পৌছে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের বিভিন্ন ওয়ার্ডে কয়েকটি পরিবারের মাঝে তিনি ওই খাবার পৌছে দেন।
আহম্মদ আলী মোল্লা জানান, করোনা প্রতিরোধে প্রায় সকল কাজ-কর্ম স্থবির হয়ে পড়েছে। তারপর আবার যারা হোমকোয়ারেন্টাইনে আছে তাদের তো খুব কষ্ট হচ্ছে। তাদের কষ্টটা কিছু কমানোর জন্যই আমার এই প্রচেষ্টা। চেষ্টা করেছি কয়েকটি পরিবারকে সহযোগিতা করার। ইতি মধ্যেই প্রায় ১২শ হত দরিদ্র পরিবারের মাঝে খাবার পৌছানো হয়েছে এবং খাবার সহযোগিতা চলমান রয়েছে।