দেশে ৬৫ চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত

দেশে গত ২৪ ঘন্টায় আরও ১১ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত এর আগে আক্রান্ত ছিলেন ৫৪ জন। এ নিয়ে ৬৫ জন চিকিৎসক আক্রান্ত হলেন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সাধারণ সম্পাদক নিরূপম দাশ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত একজন চিকিৎসক মারা গেছেন। বর্তমানে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে বুধবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন মারা গেছেন। সিনিয়র এই চিকিৎসক নিজ কর্মস্থলে চিকিৎসা পাননি। এমনকি ঢাকায় নেওয়ার জন্য একটা সরকারি অ্যাম্বুলেন্সও পাওয়া যায়নি। ডা. মঈনের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকরা।

দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ২১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০।