জেলা মেজিস্টিস এর নিষেধাজ্ঞা জারি অমান্য করে চলছে নিয়ন্ত্রণহীন মোটরবাইক ও অপ্রয়োজনীয় যানবাহন চলাচল

পাপ্পু রঞ্জন চক্রবর্তী:
পাবনার চাটমোহর পৌর সদর সহ উপজেলারবিভিন্ন হাইওয়ে রাস্তায় প্রতিদিন প্রায় শতাধিকবেপরোয়া হোন্ডা ড্রাইভ করছে। উঠতি বয়সীকিশোর, যুবক সহ কিছু কিশোরদের এমন বেপরোয়া বাইকচালিয়ে পথচারি সহ স্কুল কলেজ গামী ছাত্রছাত্রীদের করছে আহত। এদের হাত থেকে রেহাইপাচ্ছে না শিশু সহ বৃদ্ধারাও। এমন ভীতিকরপরিস্থিতি থেকে উত্তোরনে কোননজরদারী নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন এলাকা বাসি ।

জানা গেছে, চাটমোহর উপজেলার এক শ্রেণিরউচ্ছৃঙ্খল যুবকরা মোটরবাইকে চড়েই বেপরোয়াহয়ে উঠছে। পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সহউপজেলার বিভিন্ন জন গুরুত্বপূর্ণ রাস্তায় খুব দ্রুতগতিতে আক্রমনত্বক ভাবে বাইক চালিয়ে জনমনেআতংক সৃষ্টি করছে এরা। এমন বেপরোয়াগতিতে বাইক চালিয়ে নিজে যেমন দূর্ঘটনায়পতিত হচ্ছে তেমনি পথচারিদেরও প্রতিনিয়িতকরছে আহত। বাইক রেসের মত চালকদের হেলেদুলে চালানোর দৃশ্য দেখে মানুষ হতবম্ভ হয়ে যান।বেশিরভাগ এসব বাইকাররা সমাজের সম্ভ্রান্তপরিবারের বখাটে সন্তান হওয়ায় তাদের কেউকিছুই বলে সাহস পায়না। এদের অধিকাংশরইনেই যান চলাচলের ড্রাইভিং লাইসেন্স। এরাপুলিশ চেকপোষ্ট ফাঁকি দিয়ে এবং বেপরোয়া হয়ে উঠেছে। কেউই এদের ব্যাপারে মুখ খুলে কিছু বলে না, প্রতিবাদওকরেনা। আড়ালে তাদের ঘৃণা আর অভিসম্পাতকরেই নীরব থাকে ভুক্তভোগী মানুষ।

প্রায় প্রতিদিনই উপজেলার কোথাও না কোথাও বাইকার দূর্ঘটনায় আহতের ঘটনা ঘটলেও কেউ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।