সাদা-লাল এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার শ্রেণী বৈষম্যের সংসার! – বৈশাখীর লাল-সাদার ভিড়ে রক্তাক্ত কৃষকের ছবিটা হয়তো হারিয়ে যাবে, যাবে আমাদের মানবিক হবার সকল স্বপ্ন! এসব আগেও ছিল, বৈশাখীর আনন্দ আয়োজনের ভিড়ে চোখে পড়তো না| করোনা আমাদের থামিয়েছে, দেখতে শিখিয়েছে, আমাদের আনন্দ আয়োজনের ভিড়ে কতোটা নির্মমতা চলে! দিনের পর দিন আমরা এসব সয়ে যাই, দেখেও না দেখার ভান করি, সকল কিছুকে স্বাভাবিক করে নিয়েছি জীবনে, যতই নির্মম হউক!
ছবিটি নাটোরের লালপুর উপজেলার কৃষক শহিদুল ইসলাম এর।
সরকারি সহায়তার হটলাইন নম্বর ৩৩৩-এ ফোন করে ত্রাণ চাওয়ায় নাটোরের লালপুরে এক কৃষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান আব্দুস সাত্তার গত রবিবার ঐ কৃষককে মারধর করেন। লালপুরের ৯ নং অর্জুনপুর-বরমহাটি(এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলামসহ গ্রামের প্রায় ৩০০ জন করোনার এই সংকটে বেকার হয়ে পড়েন। একদিন গণমাধ্যমে কৃষক শহিদুল জানতে পারেন ৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য সহায়তা পাওয়া যায়। এরপর গত ১০ এপ্রিল ৩৩৩ নম্বরে ফোন করে তিনিসহ গ্রামের সবার জন্য খাদ্য সহায়তা চান। সেখান থেকে খাদ্য সহায়তার আশ্বাস মেলে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে। ত্রাণ বিতরণ নিয়ে লাগাম সময় মতো না টানলে কে জানে আরও কত দেখতে হবে এসব সহিংসতার চিত্র!