স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি বা অঘোষিত লকডাউন। জীবন রক্ষার্থে সাধারণ মানুষ যখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এমন অবস্থায় অনেকের কাছে জীবনধারণ দূর্বিসহ হয়ে পড়েছে ইতিমধ্যেই দেখা দিয়েছে নিম্নবিত্ত ও কিছু মধ্যবিত্ত পরিবারেও খাদ্যসংকট। দেশের এই ক্রান্তিকালে সরকারের নানামুখী উদ্যোগের পাশাপাশি বগুড়ায় শুরু থেকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে জেলা ছাত্রলীগের একঝাঁক তরুণ এবং ত্যাগী নেতৃবৃন্দ যাদের মাঝে জেলা ছাত্রলীগ নেতা সবুজ বিশ^াস অন্যতম। দেশে প্রাণঘাতি এই ভাইরাসের প্রার্দুভাব দেখার সাথে সাথেই তিনি নিজ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং এই ভাইরাস প্রতিরোধে নানামুখী সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করেছেন। ছাত্রলীগের কিছু নিবেদিত কর্মী নিয়ে শহরের বিভিন্ন স্থানে বিতরণ করেছেন স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে যানবাহন এবং রাস্তায় ছিটিয়েছেন জীবানুনাশক তরল। সর্বশেষ জেলা ছাত্রলীগ পরিবারের মাধ্যমে রবিবার রাতে শহরের চেলোপাড়ায় কর্মহীন এবং অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাবেক এই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানবিক নেতা সবুজ বিশ^াস। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রীস্বরুপ তিনি বিতরণ করেছেন ৩ কেজি চাল, ডাল, আলু, তেল এবং অন্যান্য সামগ্রী। বিতরণকালে এসময় তার সাথে উপস্থিত ছিলেন শুভ সাহা, ছাত্রলীগ কর্মী আসিফ শেখ, আরিফ , প্রান্ত দাস, বিজন, সুজন, রাহুল, নিলয়, অবিনাশ, মুগ্ধ প্রমুখ। মানবিক এই কার্যক্রম পরিচালনা বিষয়ে জেলা ছাত্রলীগ নেতা সবুজ বিশ^াস জানান, সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাই যখন করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় তখন তা নিশ্চিতে সাধারণ মানুষের পাশে জেলা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তিনি নিজের সর্বোচ্চ প্রয়াস দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে তিনি সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার লক্ষ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।