পাবনার ভাঙ্গুড়ায় করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়া ঔষধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ প্রেরণ করা হয়েছে। রবিবার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তারা ওই নমুনা সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম। অসুস্থ ওই যুবক ভাঙ্গুড়া পৌরশহরের কালিবাড়ি মহল্লায় বসবাস করেন।
সূত্র জানায়, ভাঙ্গুড়ায় কর্মরত একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ৩৫ বছর বয়সী এক যুবক গত এক সপ্তাহ আগে জ্বর ও গলা ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি স্থানীয় চিকিৎসকদের পরামর্শে ঔষধ সেবন করেন। কিন্তু তাতে কোনো উন্নতি হয়নি। এ অবস্থায় শনিবার থেকে জ্বরের সাথে হালকা শ্বাসকষ্টও দেখা দেয় তার। পরে ওই যুবক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিষয়টি জানায়। এতে রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তারা ওই বিক্রয় প্রতিনিধির নমুনা সংগ্রহ করে পাবনা ইপিআই অফিসের কাছে হস্তান্তর করেন। পাবনা ইপিআই অফিস সংগ্রহ করা নমুনা বিকালেই আইইডিসিআর-এ প্রেরণ করেছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হালিমা খানম জানান।