নওগাঁ জেলা থেকে ১১৮ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরন, ৬০ জনের ফলাফলে কোন লক্ষন নাই

নওগাঁ’র সিভিলসার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল জানিয়েছেন নওগাঁ জেলা শেকে এ পর্যন্ত মোট ১১৮ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। এদের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত ৬০ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গছে। এদের কারও শরীরে করোনা ভা্িরাসের কোন লক্ষন পাওয়া যায় নি। সকলেই সুস্থ্য রয়েছেন।

সূত্রমতে নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২ জনকে হোম কোয়ারেন টাইনে পাঠানো হয়েছে। এই সময়ে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় এবং সম্পূর্ণ সুস্থ থাকার কারনে ১৬ জনকে হোমে কোয়ায়েরটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। উল্লেখ্য নওগাঁ জেলায় শুরু থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ২ জনকে হোমে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছিল। এদের মধ্যে এ পর্যন্ত হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ১ হাজার ৯শ ২১ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৮১ জন।

অপরদিকে নওগাঁর পতœীতলা উপজেলার কাঁটাবাড়ি এলাকার এক ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকাল ৮টায় মৃত্যু বরন করেন। গ্রামবাসী তার দাফন করতে অনাগ্রহ প্রকাশ করলে জেলা প্রশাসনের উদ্যোগে তার দাফনের দায়িত্ব গ্রহণ করা হয়েছে।

এ ছাড়াও বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের খলসী গ্রামে নারায়নগঞ্জ থেকে আসা এক ব্যক্তির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করলে প্রশাসনের উদ্যোগে তার নমুনা সংগ্রহের জন্য গেলে সে পালিয়ে যায়। এ নিয়ে করোনা আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী ।

এদিকে নারায়নগঞ্জ ফেরত এক ব্যক্তির জ্বর সর্দির লক্ষন দেখা দেয়ায় নওগাঁ শহরের রজাকপুর বৌবাজার এলাকায় একব্যক্তি রুম কোয়ারেনটাইনে রয়েছেন। পস্বাস্থ্যবিভাগ তার নমুনিা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে ৯ এপ্রিল। এখন পর্যন্ত তার পরীক্ষার ফলাফল পাওয়া যায় নি। ঐ এলাকায় প্রশাসনের ঘোষনা অনুযায়ী লকডাউন বলবৎ রয়েছে।