ঝুঁকির মধ্যেও রসুন খোটায় ব্যস্ত ওরা

সকল ভয় ভীতি উপেক্ষা করে রসুন তোলায় ব্যস্ত সময় পার করছেন চাটমোহরের মানুষ। আগাছা মুক্ত করতে রসুন তোলার পর পরই অনেকে চাষ করছেন জমি। পাওয়ারটিলার বা ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় মাটির নিচে থেকে যাওয়া কিছু রসুন উপরে উঠে আসছে। যাদের জমি নেই বা রসুনের আবাদ নেই এমন পরিবারের কিছু ছেলে মেয়ে এমনকি বয়ষ্ক নারী পুরুষও খাবার রসুন কুড়াতে ঝুঁকি নিয়ে ছুটছে পাওয়ারটিলার বা ট্রাক্টর এর পেছনে পেছনে। পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর মাঠে সম্প্রতি চোখে পরে এমন দৃশ্য।