করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে এ্যামবুলেন্স যোগে পাবনার চাটমোহরের বোয়াইলমারী গ্রামে ফিরছিলেন ওয়াজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। সর্দি,জ্বর ও কাশি নিয়ে রফিকুল নিজ গ্রামে ফিরছেন এমন খবর পেয়ে গ্রামবাসী গ্রামের প্রবেশ মুখে অবস্থান নিয়ে রফিকুলকে বহনকারী এ্যামবুলেন্সটি গ্রামের অদূরে বোয়াইলমারী বিলের মধ্যে পথেই আটকে দেয়। গ্রামবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানসহ থানা পুলিশকে জানালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সসহ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান জানান, সোমবার সকালে রফিকুল ইসলাম ঢাকা থেকে অসুস্থ অবস্থায় গ্রামে আসছেন এ খবর পেয়ে গ্রামবাসী আমাদের অবহিত করে। তাকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ হলে সেখানেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।