গুরুদাসপুরে অগ্নিকাণ্ড দিনমজুর হান্নানের পাশে দাড়ায়নি কেউ


নাটোর প্রতিনিধি.
ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় গাভী দুটো রক্ষা পেলেও শেষ রক্ষা হয়নি নাটোরের গুরুদাসপুরের দিনমজুর আব্দুল হান্নানের। অগ্নিকান্ডে পুড়ে
গেছে ঘরবাড়ি মালামাল এমনিক ছেলেমেয়েদের পাঠ্যপুস্তক।
বৃহস্পতিবার ২ এপ্রিল সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহপুর গ্রামে ওই অগ্নিকান্ডের ঘটনার পরে মানবেতর জীবন যাপন করছেন
হান্নানের পরিবার।
সোমবার সরেজমিনে গিয়ে দেখাযায়, হান্নানের বাড়িতে নিরব হাহাকার চলছে। তিন বছর আগেও তার বাড়ি আগুনে পুড়ে গিয়েছিলো।দ্বিতীয় দফায় অগ্নিকান্ডে সব শেষ হয়ে যায় তার। ঘুরে
দাড়াতে পারছে না হান্নান(৪৫) । কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। দুঃখ দুর্দশায় ভুস্মিত বাড়ির ছাই আবর্জনা সরাতে পারেনি
তারা। স্ত্রী আনোয়ারাসহ এক ছেলে তিন মেয়ে হান্নানের। গাভীর দুধ আর দিনমজুরী করে কোনমতে সংসার চলে তাদের। বড় মেয়ে আমেনা (১৭)
কাদিরাবাদ ক্যান্টনমেন্টে কলেজে পড়ে। সমস্ত বই খাতা সার্টিফিকেট
পুড়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছেন আমেনা। হান্নান বলেন,মেয়ের বই কেনা বাড়ি মেরামত ও সংসার চালানোর সামর্থ নেই আমার।
প্রতিবেশি রফিকুল ইসলামের ৯ বছরের ছেলে স্বাধীন খেলার ছলে ওই দিন হান্নানের বাড়ির বারান্দায় থাকা পাঠখরিতে আগুন দেয় বলে প্রতিবেশি তজির ও ইব্রাহীম জানান। রফিকুলের স্ত্রী শিল্পী বলেন আগুন দেওয়ার বিষয় সত্য নয়।
স্থানীয় মশিন্দা ইউনিয়নের মেম্বর সালামত জানান, অগ্নিকান্ডের ঘটনায় রফিকুল নমনীয়তা দেখায়নি অনুশোচনাও করেনি। মানবিক
কারনেও কেউ সহযোগিতা করেনি হান্নানের পরিবারকে।#