আগামীকাল মঙ্গলবার সাত ই এপ্রিল ইং তারিখ থেকে জরুরী সেবা মূলক প্রতিষ্ঠান যথা ঔষধের দোকানও বিভিন্ন সাস্থসেবা প্রতিষ্ঠান ব্যতিতো যেমন নিত্যপয়োজনীয় দোকান গুলো সকাল থেকে বেলা ১১টা পযন্ত খোলা রাখা যাবে।পূর্ববর্তী নিধারিত সময় সীমা ছিল বিকেল ৫টা পর্যন্ত পূর্ববর্তী সময়ের পর ফার্মেসী ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে এ ব্যাতিত ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হলে সে সকল ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসানিক ব্যবস্থা নিয়া হবে জানিয়েছেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ সেল এর সভাপতি সরকার মোহাম্মদ রায়হান বিষয়টি অবগত করেছেন, দেশে করোনা সংকোমনের হার বাড়াতে থাকায়৷ ধীরে ধীরে নিত্যপ্রয়োজনী প্রতিষ্ঠান খোলা রাখার সময় সীমা কমানো হলো। এবং এর মধ্যে থাকছে কাঁচা বাজার, মাছ, মাংসের দোকান ও বিকাশ ফ্লেক্সিলোডের দোকান। তবে তিনি আরে বলেছেন পরিস্থিতি আরে খারাপ হলে লকডাউন করার মতো মিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছি। সবার নিরাপত্তা ও সামাজিক দূরুন্ত নিশ্চিত করতে প্রসাসনের পক্ষ থেকে ও নির্দেশনা সমৃহ অনুসরন করার জন্য চাটমোহর উপজেলা বাসি ও সকল ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া পুলিশ হেড কোয়াটারে নিদ্ধেশে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকার নির্দেশ জারি হয়েছে।