মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) ঃ
চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১২ ফেব্রুয়ালী) অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার।
স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রহিম কালু। এসময় উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, অধ্যক্ষ মাহমুদুল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি মো. হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংসুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।