পাটগ্রাম-হাতিবান্ধা ও আদিতমারীতে বাড়ী বাড়ী ত্রাণ দিলেন ইউএনও পিআইও চেয়ারম্যান

লালমনিরহাট প্রতিনিধি। করোনা ভাইরাস উপলক্ষে ১০ দিনের ছুটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোসনা উপলক্ষে কর্মহীন দরিদ্র পরিবারদের মধ্যে লালমনিরহাটের আদিতমারী,হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বাড়ী বাড়ী ত্রান বিতরণ করলেন ইউএনও পিআইও ও চেয়ারম্যান। সোমবার ৩০ মার্চ গোতামারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া সংসদ সদস্য মোতাহার হোসেন,উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন,পিআইও ফেরদৌস আলমকে সাথে নিয়ে প্রায় তিনশত প্রতিবন্ধি,ভিক্ষক ও দরিদ্র পরিবারের বাড়ী বাড়ী য়েয়ে ত্রাণ বিতরণ করেন। এদের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু.২ কেজি ডাল এবং তেলসহ বিতরন করেন। একই ভাবে আদিতমারী উপজেলায় বাড়ী বাড়ী যেয়ে ইউএনও মোহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা চেযারম্যান ইমরুল কায়েস ফারুখ ও পিআইও মফিজুল ইসলাম অফিস সহকারী আপিয়ার রহমান রাতভর বাড়ী বাড়ী গিয়ে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন। রোববার ২৯ মার্চ একই ভাবে পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে সংসদ সদস্য মোতাহার হোসেন, ইউএনও, পিআইও উত্তম কুমার নন্দী ইউপি চেয়ারম্যান ও সদস্য দের সাথে নিয়ে বাড়ী বাড়ী দরিদ্রহীন পরিবারের মাছে ত্রাণ বিতরন করেন। গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, সারকার করোনা ভাইরাস মোকাবেলায় যে কর্মসুচী ঘোষনা করেছেন এতে যেন কোন গরীর দরিদ্র কর্মহীন মানুষ না খেয়ে থাকে সেজন্য ত্রাণ বরাদ্দ দিয়েছেন। সে সুত্রে নিয়ম কানুন মেনে ত্রাণ বিতরণ করা হয়েছে।