সুন্দরগঞ্জে রাবি‘র ছাত্রলীগ নেতা তন্ময়ের করোনা সুরক্ষায় মাস্ক ও লিফলেট বিতরণ

বাংলাদেশসহ গোটা বিশ^ যখন করোনায় আতংকে উঠেছে, ঠিক তখনে আর ঘরে বসে নেই কেউ। সাধারণ মানুষকে করোনা থেকে সুরক্ষায় এবং সচেতনতায় মাঠে নেমে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ও তার অঙ্গসংগঠন এবং বিত্তশালীরা। সেই ধারাবাহিকতায় রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের তিস্তার চরাঞ্চলসহ পুটিমারি, কালিরপাঠ, চৈতন্য বাজার, লাঠশালার চর, চর খোদ্দা, নিজাম খাসহ বিভিন্ন গ্রামের নি¤œ আয়ের মানুষের মাঝে নিজ উদ্দ্যোগে করোনা সুরক্ষায় মাস্ক ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করেছে। গতকাল রোববার বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে দিনমজুর, রিক্সা ও ভ্যান চালকসহ সাধারণ মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করে। তন্ময় তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবুর ছেলে। তন্ময় জানান, করোনার হাত থেকে দেশ, সমাজ ও সমাজের মানুষকে রক্ষা করতে হলে সচেতনতার বিকল্প নেই। আর সে কারণে বাংলাদেশ ছাত্রলীগ সে কাজটি করছে। তিনি এক হাজার মাস্ক ও আড়াই হাজার লিফলেট বিতরণ করেন।