লালমনিরহাটে বিদেশ ফিরত ১৭৭ জনকে খুজছে পুলিশ

সোমবার ৩০ মার্চ করোনা সংক্রামন রোধেহোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৩৬ জন। হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৫৩ জন। এই জেলায় কোয়ারেন্টাইনে কেউ নেই। বিদেশ ফেরত ১৭৭ জনকে পুলিশ খুঁজছে। জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস সুত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় জেলার ৫ উপজেলায় নতুন কেউ হোম কোয়ারেন্টাইনে নেই। এখন পর্যন্ত করোনা আক্রান্ত সন্দেহে কোন রোগী পাওয়া যায়নি। জেলায় ১ মার্চ হতে এখন পর্যন্ত ৩৬৬ জন মানুষ বিদেশ থেকে লালমনিরহাট জেলার বিভিন্ন শহর ও গ্রামে রয়েছে। এদের মধ্যে ১৮৯ জনের সন্ধ্যান পাওয়া গেছে। এসব বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কারো কারো হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। তবে ১৭৭ জন বিদেশ ফেরতকে খুজেঁ পাওয়া যাচ্ছে না। তাদের দেয়া পাসপোর্টর দেয়া ঠিকান্য়া তারা নেই। নিখোঁজ এসব বিদেশ ফেরতদের সন্ধানে পুলিশ ও গোয়েন্দারা মাঠে কাজ করছে। লালমনিরহাট সিভিল সার্জন ডাক্তার নিমূৃলেন্দু রায় জানান, জেলায় করোনা সংক্রামন পরিস্খিতি ভাল। এখন পর্যন্ত এই জেলা বিপদমুক্ত রয়েছে। জেলা করোনা নিয়ে যেকোন পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ বিভাগ প্রস্তত রয়েছে।