করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাগমারায় গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকার খাদ্য সংকটে পড়েছে নি¤œ আয়ের মানুষ সহ অসহায়, দুঃস্থ ও গরীব লোকজন। তাদের কথা চিন্তা করে করোনা সংকট মোকাবেলায় রবিবার বিকেলে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে থেকে উপজেলার ৫ শতাধিক দুঃস্থদের মাঝে চাউল, ডাউল এবং সাবান বিতরণ করেন এনাগ্রæপের জিএম (পারচেজ এন্ড প্রোকিউরমেন্ট) মনিমুল হক। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল। করোনা ভাইরাস মোকাবেলায় বাগমারাবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে বলেও জানিয়েছেন এমপি এনামুল হক। সেই সাথে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।