বাগমারায় ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার

বাগমারা উপজেলার বাগমারা থানা মোড় এলাকায় গতকাল শনিবার দুপুরে দেড়শ পিচ ইয়াবাসহ এক যুবদল নেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবদল নেতার নাম রুবেল(৩০)। সে ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার আইয়ুব আলীর পুত্র এবং ভবানীগঞ্জ পৌরযুবদলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। এই ঘটনায় রুবেলের বিরুদ্ধে বাগমারা থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রুবেল পৌর যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য বলে নিশ্চিত করেছেন পৌর যুবদলের আহবায়ক শাহিনুর ইসলাম শাহিন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শনিবার দুপুরের দিকে রুবেল একটি মোটরসাইকেলে করে ইয়াবাসহ বাগমারায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার পুলিশ বাগমারা থানার মোড়ে ওৎ পেতে থাকে। পরে দুপুর দেড়টার দিকে রুবেল একটি মোটর সাইকেল নিয়ে থানা মোড় এলাকা পার হওয়ার সময় পুলিশ তাকে থামার সংকেট দিলে সে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ রাস্তা অবরোধ করে থাকে ধরে ফেলে। পরে তার শরীর তল্লাসী করে দেড়শ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি আতাইর রহমান জানান, এর আগেও রুবেল ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছিল। তার বিরুদ্ধে বাগমারা থানায় আরো দুটি মাদক বিরোধী মামলা চলমান রয়েছে। আজ রবিবার রুবেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে পুলিশ সুত্রে জানা গেছে।