যে কোন সময় যাত্রীবাহী ট্রেন চালানোর প্রস্তুতি থাকার তাগিদ দিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক


স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ যে কোন সময় যাত্রীবাহী ট্রেন চালানোর জন্য ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ও সিগনেলিং বিভাগসহ সকল বিভাগে সঠিকভাবে মেইনটেনেন্স কাজ সম্পন্ন করে এবং সকল প্লাট ফরমে জীবাণুনাশক স্প্রেকরার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকালে ঈশ^রদী লোকে সেডে অনুষ্ঠিত এক জরুরি সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ের
মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ এই নির্দেশ দেন। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান পরিবহণ কর্মকর্তা শহিদুল ইসলাম,সিএমই কুদরত-ই-খোদা,সিএসটিই সুশীল হাওলাদার,অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত
আলী,ডিইএন টু আব্দুর রহিম, ডিটিও নাসির উদ্দীন,ডিএমই ক্যারে মোমতাতাজুল ইসলাম,ডিএমই লোকো আশিষ কুমার মন্ডল,এিসটিই রুবাইত শরীফ,এসিও মজিবর রহমান,সিআই ফিরোজুল ইসলাম,-,সহ পাকশী বিভাগের বিভাগীয় প্রধান ও পরিচ্ছন্ন পরিদর্শক আকরাম আলী উপস্থিত ছিলেন। এর আগে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ’র নেতৃত্বে থেকে দুপুর পর্যন্ত ঈশ^রদী,আব্দুলপুর ও রাজশাহী
স্টেশন, ঈশ^রদী ওয়াশপিট ও ডিজেল লোকো মোটিভ রানিং সেড সিডিউল পরিদর্শণ করা হয়। এডিজি আই ও এডিজি রোলিং স্টকের
বিশেষ নির্দেশনায় এসব পরিদর্শণ করা হয়।#