সাংবাদিক মতিন সরকাররে উদ্দোগ্যে করোনা সচেতনায় অসহায়দের মাঝে মাস্ক বিতারণ

সোহেল রানা সোহাগঃ   মরণঘাতি এক ভাইরাসের নাম করোনা ভাইরাস। এই ভাইরাস প্রতিরোধ করতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। আর তাই দেশের মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে দবিরগঞ্জ এলাকায় নিজ উদ্যোগে ২০০ পিচ মাস্ক  বিতরণ করেন সাংবাদিক মতিন সরকার। 
বৃহস্পতিবার (২৬মার্চ) সকালে দবিরগঞ্জ বাজার থেকে শুরু করে এলাকার বিভিন্ন স্থানে নানা পেশাজীবী মানুষের মধ্যে সচেতনতার জন্য  মাস্ক বিতরণ করেন। এ ছাড়াও ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান, নসিমন, মোটরসাইকেল এবং বাইসাইকেল চালকদের মধ্যেও এসব বিতরণ করা হয়। বিনামূল্যে মাস্ক পেয়ে সবাই হাসিমুখে গ্রহণ করেন। এসময় তারা এই উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় সাংবাদিক মতিন সরকার  বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। মানুষকে সচেতন করতে আমাদের এ আয়োজন। তবে আগামীতেও জানি সবার পাশে থাকতে পাড়ি তার জন সবাই দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ মৌ চাষী সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ,মাসুদ বিন রশিদ,শরিফ,হেলাল খান,বক্কার,উজ্জ্বল হোসেন প্রমুখ।