লালমনিরহাট প্রতিনিধি। নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী পর্যায় ঘোষনার পরপরই লালমনিরহাটে আন্তঃনগর ট্রেন ব্যাতিত সকল ট্রেন চলাচল বন্ধ করেছে। বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা এটিএস আবু তাহের। গত ২৫ মার্চ থেকে আন্তঃনগর ট্রেন ব্যাতিত কোন ট্রেন চলাচল করছে না। রেলওয়ের বড়বাবু জানান, পরবর্তি ঘোষনা না হওয়া পর্যন্ত আন্তঃনগর ট্রেন ব্যাতিত সকল ট্রেন বন্ধ থাকিবে। এদিকে বাস মালিক সমিতিও প্রশাসনের সিদ্ধান্ত মতে যাত্রীবাহী সকল পরিবহন বন্ধ ঘোষনা করেছেন। মালিক সমিতির সভাপতি সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে বন্ধ রয়েছে লালমনিরহাট জেলার সকল হাট-বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান। তবে ঔষধের দোকান,কাঁচামাল ও গালামালের দোকান ব্যাতিত সকল দোকান বন্ধ ঘোষনা করা হয়েছে। নভেলা করোনা ভাইরাস প্রতিরোধে লালমনিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডে ১৪ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করেছেন পৌর কমিশনার মোকলেছুর রহমান মুকুল। কমিটির সভাপতি হচ্ছেন তিনি। কমিটি পৌর ওয়ার্ডের নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে এই কমিটি করেন। আরেকদিকে পুলিশের পক্ষ থেকে ফাঁড়ি থানার অধিনেও ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআই রাশেদ মিয়া। তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে এই কমিটি দায়িত্ব পালন করে চলবেন সাধারন জনগনের জন্য।