আদিতমারীতে ঘুষের টাকার প্রমান দেয়ায় বিধুবাকে পিঠালেন চেয়ারম্যান

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট আদিতমারী উপজেলার পলাশি ইউপি চেয়ারম্যান শওকত আলীর ঘুষের টাকা প্রমাণসহ অভিযোগ করায় বাহিনী নিয়ে বিধুবাকে পিঠিয়ে আহত করেছে। স্থানীয়রা উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ওই বিধুরাকে ভর্তি করেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার নামড়ী এলাকায় ঘটনাটি ঘটলে বৃহস্পতিবার ২৬ মার্চ ওই বিধুবাকে পুনরায় মারপিঠের হুমকি দিয়েছে চেয়ারম্যান শওকত আলী ও তার বাহিনী। বিধুবা রোজেয়া বেওয়া (৪৬) জানান, চেয়ারম্যান একটি বাড়ি দেয়ার প্রস্তাব দিয়ে নগত ৬০ হাজার যোগার করে দেয়া হয়। পরে বাড়ী নির্মাণ মুরু করলে রড ও ইটের কিছু অংশ টাকা দাবী করে। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনছুর উদ্দিনকে জানালে চেয়ারম্যানকে তলব করেন। এখবর পেয়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তিনি ও তার বাহিনী একজোট হয়ে মারপিঠ করেন। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনছুর উদ্দিন জানান, তদন্ত চলছে। প্রমানিত হলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।