নতুন করে আরো পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৪৪ জন শনাক্ত হল।
আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। এদের সবাই পুরুষ। একজন বিদেশফেরত, তিনজন করোনা রোগীদের সংস্পর্শে এসেছিলেন। আর একজনের বিষয়ে অনুসন্ধান চলছে । নতুন রোগীদের মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং একজন ষাটোর্ধ্ব , এ আক্রান্তদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এখন থেকে তারা আরো বিস্তৃত উপায়ে নমুনা সংগ্রহ করা শুরু করবেন। আইইডিসিআর ছাড়াও পরীক্ষা প্রসারিত করা হয়েছে বলছেন সেব্রিনা ফ্লোরা।