পাবনা শহরে উদ্বেগজনকহারে বাড়ছে চুরি ও ছিনতাই

রফিকুল ইসলাম সুইট : পাবনায় উদ্বেগজনকহারে বাড়ছে চুরি ও ছিনতাই। গত কয়েকদিন ধরে পাবনা শহরের বড় বাজার, মনসুরাবাদ, অনন্ত বাজার, এডওয়ার্ড কলেজ এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের ঘটঁনা ঘটছে। চুরি ছিনতাইয়ের ঘঁটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশংকা করছে পাবনা শহরের বিভিন্ন এলাকার মানুষ।
১৮ মার্চরাতে শহরের বড় বাজারে জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও বাজার মালিক সমিতির সভাপতি শামসুর রহমান মানিক এর
অফিসে, পাবনার বিশিষ্ঠ ঠিকাদার কামনা এর অফিসে, বিশিষ্ঠ ব্যবসায়ী নিমাই এর অফিসে ব্যাপক চুরির ঘটঁনা ঘটে।
রোববার রাতে শহরের অনন্ত বাজারে সিনেমা হল সংলগ্ন কয়েকটি দোকানে দুর্ধষ ছুটির ঘঁটনা ঘটছে। এসব দোকানের অনেক মালামাল চুরি হয়েছে জানান দোকানদাররা।
গত সপ্তাহে মনসুরাবাদ আবাসিক এলাকায় চুরিকৃত মালসহ চোরকে ধারে পুলিশে সোপার্দ করেছে মনসুরাবাদের নিরাপত্তা কর্মীরা।
রোববার বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজের মধ্যে ১লক্ষ ২০ হাজার টাকার ছিনতাইয়ের ঘটনা ঘটছে ।
রোববার রাতে আরিফপুর শিমুলের দোকানে ঘছে দুধর্ষ চুরি। এসব চুরির ঘঁনায় প্রতিকার ও পাচ্ছে না ক্ষতিগ্রস্থরা।
অধ্যাপক মো. খায়রুল ইসলাম জানান- পাবনা শহরে উদ্বেগজনকহারে বাড়ছে চুরি। যেখানে কমিউনিটি পুলিশের সভাপতি এবং জেলা
আওয়ামী লীগ নেতার অফিসে চুরি হয় সেখানে সাধারণ মানুষ আশংকায় থাকে। শহরের বিভিন্ন এলাকায় চুরি হচ্ছে এসব বন্ধ না করলে
ভয়াবহ রুপ নিবে।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপাপ্ত কর্মকতা মো. নাছিম কে ফোন করলে সজল মাহমুদ নামের একজন কনষ্টেবল মোবাইল রিসিপ করে জানান
স্যার(ওসি) রেষ্টে আছে রেষ্ঠ শেষ হলেই স্যারকে আপনার কথা জানাবো।